”ডিজিটাল হেলথ’র সাথে এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি”

চট্টগ্রামে একমাত্র আইএসও: ১৫১৮৯ এক্রিডিটেসন সনদ প্রাপ্ত ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল হেলথ কেয়ার সলুশান যা পূর্বে টনিক ছিল।
গত ২৭ ডিসেম্বর, ২০২১ এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এপিক হেলথ কেয়ার এর ডিরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ এনামুল হক ও মোঃ মোবাইদুর রহমান,হেড অব বিটুবি,পার্টনারশিপ এন্ড লয়ালিটি ডিজিটাল হেলথ কেয়ার সলুশান প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে ডিজিটাল হেলথ’র পক্ষে পারভেজ আহমেদ,লিড ম্যানেজার বিটুবি ওপারেশন্স, তানভীর আহমেদ, স্পেষালিস্ট কর্পোরেট বিজনেস,মেহেদী হাসান,সিনিয়র এক্সিকিউটিভ,লয়ালিটি এন্ড পার্টনারশিপ ও এপিক হেলথ কেয়ার লি: এর পক্ষে, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি.এম. হান্নান,এসিস্ট্যান্ট ম্যানেজার এন্ড হেড অফ অপারেসশনাল অডিট তানজিনা কবির, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড জহির রায়হান, সিনিয়র অফিসার-কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ডিজিটাল হেলথ কেয়ার সলুশান এর সকল সেবাগ্রহীতা, সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবার এপিক হেলথ কেয়ারের বিশেষ সুবিধা লাভ করবেন।