চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।

বাংলাদেশ ছাত্রলীগ চন্দ্রঘোনা শাখার বার্ষিক সম্মলন-২০২১ অনুষ্ঠিত হয় শনিবার(২৫ ডিসেম্বর)। চন্দ্রঘোনাস্থ বারঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিজান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সগ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি স্বপন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন। উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন। চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সুৃমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একরাম হোসেন একরাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সদস্য ও কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম মন্টু, উপজেলা আওয়ামী লীগ আওয়ামী লীগ অর্থ সম্পাদক আবদুল মান্নান মনা, উপজেলা আওয়ামী লীগ ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হানিফ বাবুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম লাভলু,উজ্জল ভট্যাচার্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুর রহমান মানিক, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা,শান্তি,প্রগতি এই মূলনীতির উপর ভর করেই ছাত্রলীগের জন্ম হয়েছে। তাই প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্ব করবে। কোনভাবেই অছাত্র কেউ এই সংগঠনের নেতৃত্বে আসতে পারবে না। তারা আরো বলেন, ছাত্র রাজনীতিতে প্রতিযোগীতা থাকবে, কিন্তু কোণ প্রতিহিংসা নয়।