ওমিক্রনে গুরুতর আক্রান্ত ও মৃত্যুর হার কম: গবেষণা

ওমিক্রনে গুরুতর আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার অন্য ভ্যারিয়েন্টের তুলনায় কম বলে প্রমাণ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। এক নতুন গবেষনার ফলাফলে জানা গেছে, ওমিক্রনে আক্রান্ত হওয়াদের মধ্যে হাসপাতালে ভর্তির হার তুলনামূলক কম। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিজ বা এনআইসিডি’র প্রফেসর চেরিল কহেন বলেন, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের গুরুতর উপসর্গ তেমন দেখা যাচ্ছে না। সব মিলিয়ে এই গবেষণা আমাদেরকে ওমিক্রন নিয়ে সত্যিকার অর্থেই বেশ ইতিবাচক ধারণা দিচ্ছে।
এদিকে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তারা শুধুমাত্র ওমিক্রনকে টার্গেট করে বাজারে নতুন ভ্যাকসিন আনতে যাচ্ছে। এ জন্য তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ