বর্তমান আওয়ামী সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ বক্তব্য কালে-ডা.শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের গড়িমসি এদেশের জনগণ সহ্য করবে না। গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন হাসপাতালের বিছানায় মূমুর্ষ অবস্থায় রয়েছেন। অবিলম্বে সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠাতে হবে। বর্তমান আওয়ামী সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার। তাদের মধ্যে মানবিকতাবোধ নেই বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে বিদেশে পাঠানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না। জাতীয়তাবাদী শক্তি এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। অচিরেই জনগণকে সাথে নিয়ে দেশনেত্রীর জীবন বাঁচাতে বিএনপি নেতাকর্মীরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।দেশনেত্রীকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠান, অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না।তিনি আজ ৫ ডিসেম্বর, রবিবার, বিকালে নসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগামীকাল ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস। এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেই এই দিন স্বৈরাচার এরশাদকে পতন করেছিল। তাই কোন স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। বিদায় নিতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশনেত্রীর চিকিৎসা নিয়ে ঘৃন্য রাজনীতিতে মেতে উঠেছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় একটাই চিন্তা, সেটি হচ্ছে খালেদা জিয়া বেঁচে থাকলে আওয়ামী অবৈধভাবে দেশ শাসন দীর্ঘস্থায়ী করতে পারবে না। তাই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা ভাবছেন। কিন্তু বাংলাদেশের জনগণ দেশনেত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। বিএনপি নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে বেগম জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করে ছাড়বে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন ও নিপীড়ণ ব্যাপক আকার ধারণ করেছে। তবে অতীতে যেমন কোন স্বৈরাচারই দমন-পীড়ণ চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। তেমনি ভাবে অচিরেই এই সরকারের পতন হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন-নিপীড়ণ চালিয়েছে। বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার জনগণের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের মাধ্যমে দেশে জুলুমের শাসন চলমান রেখেছে।

বিভাগী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের সঞ্চালনায় বক্তব্য সিনিয়র সহ সভাপতি রাখেন স ম জামাল, সহ সভাপতি শামসুল আলম, ইদ্রীস মিয়া,তাহের আহাম্মদ, মমতাজ মিয়া, চট্টগ্রাম মহানগর শ্রমিকদল মহিলা কমিটির সভানেত্রী শাহেনেওয়াজ চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুর রহমান মজুমদার, উঃ জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী, উঃ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির, দঃ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ডাঃ মহসিন, ১৯নং ওয়ার্ড় বিএনপির সভাপতি নবাব খাঁন, বাকলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবু বক্কর, বিএনপি নেতা এয়াকুব খাঁন, শ্রমিক দলের নেতা মোঃ ছিদ্দিক, আবুল কালাম, মোঃ হারুন, হাসিবুর রহমান বিপ্লব, আলতাফ হোসেন, দেলোয়ার হোসন, মোঃ রুবেল, শ্রমিকদল মহিলা কমিটির সাধারণ সম্পাদক অপু সিংহ, সিনিয়র সহ সভাপতি ডলি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম প্রমূখ।