বৃষ্টির কারণে অনিশ্চয়তায় মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে মিরপুর টেস্ট। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছে ম্যাচ, ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আম্পায়ারদের সিদ্ধান্ত। আপাতত লাঞ্চ বিরতিতে গিয়েছে মাঠে নামার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা।

বৃষ্টির কারণে ৩৩ ওভার বাকি রেখেই প্রথম দিনের খেলা শেষ করতে হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে আজ ৩০ মিনিট পূর্বে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাচ আম্পায়াররা। বেরসিক বৃষ্টির কারণে তা আর হলো কই? সাড়ে ৯টায় পিচ ছিল কভারে ঢাকা।

অবশেষে থামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল ১০টা ৪০ মিনিটে মাঠ ও পিচ পরিদর্শনের কথা ছিল দুই আম্পায়ার মাইকেল গফ আর শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। এরপর আবার শুরু হয় টিপ টিপ বৃষ্টি।

এরপর সকাল ১১টায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন ১১:২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। সেখানেও বৃষ্টির বাধা। এবার মধ্যাহ্নভোজের পরই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। তবে ম্যাচ খেলতে নামতে পারবেন তো ক্রিকেটাররা? সময়ই বলে দেবে।