বাদলের আমলে আমরা শান্তিতে ছিলাম- আবুল কালাম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাদল সাহেবের আমলে আমরা শান্তিতে ছিলাম, এখন কি সেই শান্তি আছে ? নেই কেন ? সেই শান্তি গেল কই ? আজ একটি টিউবওয়েলের জন্য ৫০ হাজার টাকা দিতে হচ্ছে। চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের দ্বি-বার্ষিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবুল কালাম এ কথা বলেন। তিনি বলেন, বাদল ভাই দেখিয়ে দিয়েছেন, কিভাবে নিরপেক্ষ থেকে রাজনীতি করা যায়। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বাণিজ্য হচ্ছে। বোয়ালখালী আওয়ামী রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বাদলের পথ অনুসরণ করে আমৃত্যু কাজ করে যাবো। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে নাগরিক কমিটির উদ্যোগে ব্যানারে এ স্মরণসভার আয়োজন করা হয়। নাগরিক কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সৈয়দুল আলম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম, বাদল পত্নী সেলিনা খান, উত্তর জেলা জাসদ সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এমএস আলম, ইউছুপ মাষ্টার ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওবাইদুল হক।