ওমিক্রন: শান্ত থাকার আহ্বান ডাব্লিউএইচও’র

দক্ষিণ আফ্রিকায় মাত্র এক সপ্তাহ আগে করোনার নতুন অতি সংক্রামক ওমিক্রন ধরন পাওয়ার কথা জানানো হয়। তারপর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

ওমিক্রন করোনাভাইরাসের বিষয়ে শান্ত থাকার ও ‘যৌক্তিক’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। মঙ্গলবার দেশগুলোর প্রতি এই আহ্বান জানানো হয়।

তবে এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। উদ্বিগ্ন বিভিন্ন দেশ এ জন্য দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ না করার জন্য ডাব্লিউএইচওর আহবান সত্ত্বেও তা করা হচ্ছে।

ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে এখনো কারো শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়নি।