চান্দগাঁও এককিলোমিটার মীর বাড়িতে ঈদে মিলাদুন্নবী মাহফিল

“অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করেছেন হযরত মুহাম্মদ (দ.)”

অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করেছেন ও ঝঞ্ঝ বিক্ষুব্দ পৃথিবীকে আলোর সামিয়ানায় নিয়ে এসেছিলেন মানবতার কান্ডারী হযরত মুহাম্মদ (দ.)। মুহম্মদী ইসলামের খসে পড়া পতাকাকে আবার পূণজীবিত করেছেন হযরত গাউছুল আজম দস্তগীর (রা.)।

নগরীর চাঁন্দগাও এককিলোমিটার ঐতিহ্যবাহি মীরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এস এম শফির তত্বাবধায়নে ও মহল্লাবাসির উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এক শানে রিছালত মাহফিলে বক্তাগণ উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন।

উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ হিতৈষী আলহাজ্ব এস এম শফি। এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের সাবেক মহা পরিচালক বিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এইচ সালাহ উদ্দিন। এতে ইসলামের আদর্শ লক্ষ্য উদ্যেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন সাড়াজাগানো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন জেহাদী (ম.) ছাহেব। বিশেষ অতিথি ছিলেন সাত বাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা মৌলানা সৈয়দ আরাফাতুল হক হাফেজনগরী, আজিমপুর দায়রা শরীফের খলিফা ও তরিকত ফেডারেশনের নগর আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী। অন্যন্যাদের মধ্যে তকরির পেশ করেন মৌলানা মুঈনুদ্দিন কাদেরী, মৌলানা শেখ মোহাম্মদ আলী, মৌলানা নিয়াজ মাখদুম,, মৌলানা মঈনুদ্দিন রেজবী, মৌলানা আলী আজম রেজবী ও মাইজভান্ডার দরবার শরীফের রহমান মঞ্জিলের খাদেম মুহাম্মদ আজম শরীফ মাইজভান্ডারী প্রমূখ।

মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনায় বৃহত্তর আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারে হাশেমীয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব কেবলা শাহাজাদা আলহাজ্ব মৌলানা জিয়া উদ্দিন হাশেমী ছােেহব। সবশেষে পবিত্র নিয়াজ তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।