ইসলাম সম্প্রীতির শিক্ষা দেয়

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় দা’ওয়াতে খায়র কনভেনশনে বক্তারা বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের আদর্শ সকল জাতির জন্য অনুকরণীয়। আল্লাহুর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন মানবজাতির মুক্তির দিশারী। তার অনুসৃত পথে পরিচালিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না।”

২৮ নভেম্বর রবিবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে আয়োজিত এই কনভেনশনে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার।
গাউসিয়া ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জালাল উদ্দিন আল-আজহারী। প্রধান মুয়াল্লিম ছিলেন দা’ওয়াতে খায়র কেন্দ্রীয় প্রধান মুয়াল্লিম ইমরান হাসান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, আল্লাামা এ.কে.এম জামাল হোসাইন, মাওলানা আবদুল খালেক আল-কাদেরী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, অধ্যক্ষ আল্লাামা আবদুল মান্নান, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, এডভোকেট শাহেদ উল্লাাহ জনি, মাওলানা এম.এ মতিন, মোঃ সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা ইদ্রিস, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, সৈয়্যদ মিয়া, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আহমদুল ইসলাম কাদেরী, মাওলানা ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন। উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, ইকরাম হোসেন, ওসমান গনি, শাহাদাত হোসেন মুন্না, রবিউল হাসান রানা, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, মোঃ ইব্রাহিম, শফিউল হোসেন সম্রাট, মোহাম্মদ খোরশেদ, শাহেদুল ইসলাম, শাউন উদ্দিন নিজাম, রিদুয়ান উদ্দিন নিশান প্রমুখ।