মিরসরাই প্রাণিসম্পদের উদ্যোগে উপকরণ বিতরণ

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি:: মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় অওঋ-৩ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্প হতে পিক-আপ গাড়ী, এল ডি ডি পি প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ খামারীদের মাঝে ৪ টি মিল্ক ক্রীম সেপারেটর মেশিন এবং আধুনিক প্রযুক্তির গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনান্তে কৃমির ঔষধ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব এম আলাউদ্দিন, উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ মোহাম্মদ মিনহাজুল করিম সহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।