ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে ২৫৭ জন রোহিঙ্গাকে

কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয়শিবির থেকে স্বেচ্ছায় যেতে আগ্রহী আরও এক হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম পর্যায়ে ২৫৭ জন রোহিঙ্গা ছয়টি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।

সেখান থেকে বৃহস্পতিবার নৌ বাহিনীর তত্ত্বাবধানে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে রোহিঙ্গাদের আশ্রয়শিবির থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে এনে রাখা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরসি) কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম দফায় কক্সবাজার থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হওয়া রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে শেষ পর্যন্ত কতজন পাঠানো যাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে গত ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ছয় দফায় সাড়ে ১৮ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হয়েছেন।