হোয়াটসঅ্যাপ বেটা এলো উইন্ডোজে

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ বেশ আগে থেকেই উইন্ডোজের জন্য আলাদা ডেস্কটপ অ্যাপ তৈরির কাজ করছে। অবশেষে অ্যাপটির বেটা সংস্করণ উন্মুক্ত হলো। মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। এ অ্যাপটি ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফরম (ইউডব্লিউপি)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং অ্যাপটি বন্ধ থাকলেও এর নোটিফিকেশন কাজ করে। এছাড়া যুক্ত হয়েছে নতুন রাইটিং প্যাড ফিচার। অ্যাপটি একাধিক ডিভাইস সমর্থন করে, ফলে অ্যাকাউন্টে লগইন করতে ব্যবহারকারীর ফোনের প্রয়োজন নেই। অ্যাপটি এখনো বেটা সংস্করণে রয়েছে, ফলে সামনে আরও কিছু দারুণ ফিচার আসতে পারে।

এ ধরে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও সেটি মূলত মোবাইল অ্যাপ ছিল। স্বতন্ত্রভাবে ডেস্কটপের কোনো অ্যাপ ছিল না। আর তাই উইন্ডোজ এবং ম্যাকের জন্য স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ আনতে কাজ করে হোয়াটসঅ্যাপ। নতুন অ্যাপটি ইউডব্লিউপি প্রযুক্তির হওয়ায় এটি এক্সবক্সে ব্যবহার করা যাবে।