পদোন্নতির দাবিতে সিডিএ কর্মকর্তাদের কর্মবিরতি

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ ও দুর্নীতি মামলায় অভিযুক্তদের পদোন্নতি না দেয়াসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীরা।
>বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সিডিএ কর্মচারী শ্রমিক লীগ ও সিডিএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তাদের দাবি আদায়ে কর্মবিরতি করেন। আন্দোলনকারীরা কর্মবিরতি চলাকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে নেতারা আলোচনায় বসেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে- বিগত ১০ বছর যাবৎ ঝুলে থাকা পদোন্নতি জটিলতা নিরসন, পেনশন ভাতার জন্য একশ কোটি টাকার ফান্ড সংরক্ষণ, ৪৩৪ তম বোর্ড সভা বাতিল, পদোন্নতি না দিয়ে নতুন নিয়োগ বন্ধ ও চার্জশীট ভুক্ত কর্মকর্তাদের পদোন্নতি না দেয়া।
এ বিষয়ে সিডিএ কর্মচারী শ্রমিক লীগের সভাপতি নাছির আহমদ খান বলেন, পেনশন ভাতার জন্য ফান্ড তৈরিসহ পাঁচ দফা দাবিতে আজকের এ বিক্ষোভ ও কর্মবিরতি। আবদুচ ছালাম সিডিএ’র চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে পদোন্নতি বন্ধ রয়েছে। বার বার আবেদনের পরও কোনো পদোন্নতি হয়নি। ২০০৮ সালে পদোন্নতি সভা অনুষ্ঠিত হয়। এরপর আর কোন সভা হয়নি। আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছি। দাবিগুলো পেশ করে দ্রুত পদোন্নতির জন্য বলেছি। কিন্তু ১০ বছর হয়ে গেলেও চেয়ারম্যান আবদুচ ছালাম পদোন্নতির বিষয়ে আগ্রহ দেখাননি।
এ বিষয়ে জানতে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।