ইএফডি লটারিতে চট্টগ্রামের ১৩ জন তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন

জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অক্টোবর মাসের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারিতে চট্টগ্রামের ১৩ জন তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ১০ হাজার টাকার এ পুরস্কারের মধ্যে ২ বিজয়ীকে বুধবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চেক দেওয়া হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের সদর দফতরে বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিশনার মো. আকবর হোসেন বিজয়ী অভিজিৎ দাশ ও ওয়াজেদ আলীর হাতে পুরস্কারের চেক তুলে দেন। রাউজানের অভিজিৎ দাশ হাইওয়ে সুইটস থেকে ১ হাজার ৫৬৫ টাকার মিষ্টি ও ওয়াজেদ আলী হোটেল ডিলাইটে ১ হাজার ১৯০ টাকার কেনাকাটা করে ইএফডি চালান সংরক্ষণ করে বিজয়ী হন।

উপ-কমিশনার ফাতেমা খায়রুন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার হাসান মো. তারেক স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান ও সেলিম শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামে ইতোমধ্যে ৫২০টি ইএফডি মেশিন বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। পুরো মাসে ইস্যু করা ইএফডি চালান থেকে এনবিআরে প্রতি মাসের ৫ তারিখ লটারির মাধ্যমে ১০১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। মূলত ক্রেতাকে ভ্যাট চালান নিতে আগ্রহী করতেই এ লটারির ব্যবস্থা করা হয়েছে।

ক্রেতাদের কেনাকাটা করার পর ইএফডি মেশিনের ক্রয় চালান সংগ্রহ করে সংরক্ষণের আহ্বান জানান কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।