দশমীর সাজ

পূজার সবচেয়ে বড় আনন্দ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। তবে উৎসবের আনন্দে শুধু ঘুরে বেড়ালেই হয় না, পাশাপাশি নিজের সাজ-পোশাকের দিকেও নজর রাখতে হবে।
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিন, সাজা যায় ইচ্ছেমতো। আর দেখতে দেখতে পূজার শেষ দিনও চলে আসে। দশমীতে দুর্গা মায়ের বিসর্জন। মর্তে ছেড়ে চলে যাবেন স্বর্গে। বিসর্জন এর পর থেকে শুরু হয় বিজয়া।

এই দিনের সাজ নিয়ে জানিয়েছেন শিবানিজ অ্যারোমা বিউটি সেলুনের রূপবিশেষজ্ঞ শিবানী দে।

শারদীয় পূজার প্রধানতম আকর্ষণ দশমী। দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লাল রঙা
এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়। একান্তই যদি শাড়ি না পরেন তা হলে সাদা আর লালের কম্বিনেশনের কোনও ড্রেস পরুন। সাদা কুর্তির সঙ্গে লাল পাজামা আর লাল দোপাট্টা হতে পারে। সাদা শাড়ির সঙ্গে লাল নেটের ফুল হাতা ব্লাউজ খুব সুন্দর লাগবে।

মাথায় একগুচ্ছ সাদা ফুলের মালা আর কপালে বড় লাল টিপে পরিপূর্ণ আপনার দশমীর সাজ।