আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে চট্টগ্রামে মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড-বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার, অগ্নিনির্বাপণ, যেকোনো দুর্যোগ থেকে জনসাধারণের জানমালের রক্ষা বিষয়ে ধারণা দিতে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিকম্পে বিধ্বস্ত বহুতল ভবন থেকে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে নামা, চটের বস্তা দিয়ে ছোটখাটো অগ্নিকাণ্ড নির্বাপণ ইত্যাদি দেখানো হয়।

‘মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।