র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত এক

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতিসহ নয় মামলার এক আসামি নিহত হয়েছে। বুধবার ভোরে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত আসামির নাম মো. আলমগীর (৪৫) । তার বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েঝে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, র‌্যাবের একটি দল ভোরে নিয়মিত টহলে গণ্ডামারা এলাকায় গেলে একদল দুষ্কৃতকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর একজনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটানা কম্পিউটারে কাজ! চোখকে চাপমুক্ত রাখতে করণীয়
স্থানীয়রা নিহত ওই ব্যক্তিকে ‘আলমগীর ওরফে আলম ডাকাত’ হিসেবে শনাক্ত করে বলে র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবসার জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে