উৎসব হোক সবার

বন্ধু তুমি আমার প্রিয়
ছোট্ট বেলার সাথী,
হিন্দু মুসলিম ভাবিনি কখনো
একসাথে মালা গাঁথি।
ঈদের সকাল আমার ঘরে
তোমার ঘরে পূজা-
ঈদের খাওয়া,ঢাকের শব্দে
মিশে গেছে ছোট বেলা।
আজ যে বড়ো কষ্ট দেয়
সেই সব দিনের কথা,
ধর্মের নামে ভেদাভেদ
মনে দিয়ে যায় ব্যথা।
মানুষ বানাতে দেয়নি চিহ্ন
বিধাতা কারো কপালে,
ধর্মভেেদে কারো ভাগ্য
তফাৎ হয়নি জনে জনে।
ধর্ম হোক সবার আব্রু
সত্ত্বার বিচার অন্তরের
মানবতার বানী বিশ্বময়
উৎসব হোক সকলের।