ইসরাইলকে স্বীকৃতি দিলেই গোলান ফিরে পেত সিরিয়া: হোসনি মুবারক

ইসরাইলকে স্বীকৃতি দিলে দখলকৃত গোলান হাইটস সিরিয়াকে ফিরিয়ে দেয়া হত। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক এমন কথা বলেছেন বলে দাবি করেছেন দেশটির একজন সাংবাদিক। কায়রো২৪ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক ও উপস্থাপক আহমেদ আল-সায়িদ জানান, হোসনি মুবারক নিজেই তাকে এ কথা বলেছেন। তার দাবি এ বিষয়ে মুবারক তাকে বলেন যে, আমি ইতিমধ্যে ইসরাইলের সঙ্গে গোলান হাইটসের বিষয়ে কথা বলেছি। তারা এ ভ’মি ফিরিয়ে দিতে ইচ্ছুক। তবে এর বিনিময়ে তারা শুধু সিরিয়ার থেকে স্বীকৃতি চায়। একইসঙ্গে দামেস্কে ইসরাইলি দূতাবাস স্থাপনের কথাও বলা হয় এতে। তবে মুবারক আরো বলেন যে, তৎকালীন সিরিয়ান প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হোসনি মুবারকের মতে, আল-আসাদের সিদ্ধান্তের পরিণতিই ভোগ করছে সিরিয়া।

গত রোববার স্থানীয় আল-হায়াত টিভি চ্যানেল ঘোষণা করেছিল যে তারা মুবারক ও আল-সায়িদের মধ্যে সরাসরি টেলিফোন ইন্টারভিউয়ের আয়োজন করবে।