এমির লালগালিচায় সেরা দশ

১ / ১০
ডিওরের হলুদ সিল্কের পিঠখোলা গাউনে অ্যানা টেইলর জয় সব ক্যামেরা টেনে নিয়েছেন নিজের দিকে। কানে আর গলায় ছিল মার্কিন লাক্সারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির হিরের গয়না। মেকআপে ছিল হলিউডের রেট্রো লুক। বলা হচ্ছে, এটাই এমির হাইলাইটেড ফ্যাশন মোমেন্ট। সব জরিপেই সেরা পোশাকের তালিকায় শীর্ষে আছেন অ্যানা টেইলর।

ডিওরের হলুদ সিল্কের পিঠখোলা গাউনে অ্যানা টেইলর জয় সব ক্যামেরা টেনে নিয়েছেন নিজের দিকে। কানে আর গলায় ছিল মার্কিন লাক্সারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির হিরের গয়না। মেকআপে ছিল হলিউডের রেট্রো লুক। বলা হচ্ছে, এটাই এমির হাইলাইটেড ফ্যাশন মোমেন্ট। সব জরিপেই সেরা পোশাকের তালিকায় শীর্ষে আছেন অ্যানা টেইলর।

২ / ১০
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল রাতে এলিজাবেথ ওলসেন পরেছিলেন ‘দ্য র’ এর কাপড়ে তৈরি একটা অফ হোয়াইট গাউন। আর কানে চপার্ডের হিরের দুল। গাউনটির ডিজাইন করেছেন এলিজাবেথের দুই বোন—ম্যারি-কেট ও অ্যাশলে ওলসেন। গাউনটি অনেকটা কাফতানের আদলে তৈরি। এর বিশেষত্ব হলো, এখানে কাপড়টি ছাড়া আর কিছুই নেই। কোনো লেইস, জরি, পাথর, বোতাম, মোটিফ, পালক, ফুল, পাতা—কিচ্ছু না। তাতেই পোশাকটি উঠে এসেছে হার্পার বাজারের বিবেচনায় সেরা দশ পোশাকের সংক্ষিপ্ত তালিকায়। এভাবেই এলিজাবেথ এমির রেড কার্পেটে তাঁর বোনদের সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব করেছেন।

টেলিভিশন দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল রাতে এলিজাবেথ ওলসেন পরেছিলেন ‘দ্য র’ এর কাপড়ে তৈরি একটা অফ হোয়াইট গাউন। আর কানে চপার্ডের হিরের দুল। গাউনটির ডিজাইন করেছেন এলিজাবেথের দুই বোন—ম্যারি-কেট ও অ্যাশলে ওলসেন। গাউনটি অনেকটা কাফতানের আদলে তৈরি। এর বিশেষত্ব হলো, এখানে কাপড়টি ছাড়া আর কিছুই নেই। কোনো লেইস, জরি, পাথর, বোতাম, মোটিফ, পালক, ফুল, পাতা—কিচ্ছু না। তাতেই পোশাকটি উঠে এসেছে হার্পার বাজারের বিবেচনায় সেরা দশ পোশাকের সংক্ষিপ্ত তালিকায়। এভাবেই এলিজাবেথ এমির রেড কার্পেটে তাঁর বোনদের সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব করেছেন।

৩ / ১০
কেরি ওয়াশিংটনের পোশাকটিকে আখ্যায়িত করা হয়েছে স্বপ্নের মতো পোশাক, এটি নাকি চোখের জন্য আরামদায়ক। এট্রোর এই গাউনের ডিজাইনটি ভাবিয়েছে ফ্যাশনবোদ্ধাদের।

কেরি ওয়াশিংটনের পোশাকটিকে আখ্যায়িত করা হয়েছে স্বপ্নের মতো পোশাক, এটি নাকি চোখের জন্য আরামদায়ক। এট্রোর এই গাউনের ডিজাইনটি ভাবিয়েছে ফ্যাশনবোদ্ধাদের।

৪ / ১০
সারাহ পলসন মাতিয়েছেন লাল টাফেটা গাউনে। ক্যারোলিনা হেরেরার সাম্প্রতিকতম কালেকশনে যুক্ত হয়েছে গাউনটি। ডিজাইন করেছেন ৩৪ বছর বয়সী মার্কিন ডিজাইনার ওয়েস গর্ডন। এটাকে বলা হচ্ছে এমির ড্রামাটিক পোশাক। গলার কাট দৃষ্টি কেড়েছে দর্শকদের। পকেটও রয়েছে এই গাউনে। কানের দুল ম্যাটেও থেকে নেওয়া।

সারাহ পলসন মাতিয়েছেন লাল টাফেটা গাউনে। ক্যারোলিনা হেরেরার সাম্প্রতিকতম কালেকশনে যুক্ত হয়েছে গাউনটি। ডিজাইন করেছেন ৩৪ বছর বয়সী মার্কিন ডিজাইনার ওয়েস গর্ডন। এটাকে বলা হচ্ছে এমির ড্রামাটিক পোশাক। গলার কাট দৃষ্টি কেড়েছে দর্শকদের। পকেটও রয়েছে এই গাউনে। কানের দুল ম্যাটেও থেকে নেওয়া।

৫ / ১০
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৭৩তম এমির রাতে মার্কিন ডিজাইনার বার্ডন ম্যাক্সওয়েলের সিকুইন ককটেইল ড্রেস পরেন বেনি ফেল্ডস্টেইন। বাঙ্গি রঙের ওপর সোনালি আর রুপালি ক্রোম দারুণ মানিয়েছে বলে মত দিয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৭৩তম এমির রাতে মার্কিন ডিজাইনার বার্ডন ম্যাক্সওয়েলের সিকুইন ককটেইল ড্রেস পরেন বেনি ফেল্ডস্টেইন। বাঙ্গি রঙের ওপর সোনালি আর রুপালি ক্রোম দারুণ মানিয়েছে বলে মত দিয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

৬ / ১০
ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো পোশাক নিয়ে নিরীক্ষা করতে মোটেও ভয় পান না। লুই ভিতোঁর পোশাকটিকে বলা হচ্ছে এমির লালগালিচার অন্যতম চমক। গলায় ছিল হিরের চোকার।

ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো পোশাক নিয়ে নিরীক্ষা করতে মোটেও ভয় পান না। লুই ভিতোঁর পোশাকটিকে বলা হচ্ছে এমির লালগালিচার অন্যতম চমক। গলায় ছিল হিরের চোকার।

৭ / ১০
লালগালিচার ছবি তো দেখেনই। তাই সেখানে পৌঁছানোর আগে ট্রেসি এলিস রসের ছবিটি আপনাদের জন্য। লক্ষ করুন, ট্রেসি কিন্তু হিল পরেননি। তিনি যেমন জুতায় স্বচ্ছন্দবোধ করেন, তেমন একটি পরেই চলে এসেছেন। এই ওয়ান শোল্ডার ভ্যালেন্টিনো লাল পোশাকটি সত্তর দশকের হলিউডের ‘দেবী’ ধারণা থেকে অনুপ্রাণিত।

লালগালিচার ছবি তো দেখেনই। তাই সেখানে পৌঁছানোর আগে ট্রেসি এলিস রসের ছবিটি আপনাদের জন্য। লক্ষ করুন, ট্রেসি কিন্তু হিল পরেননি। তিনি যেমন জুতায় স্বচ্ছন্দবোধ করেন, তেমন একটি পরেই চলে এসেছেন। এই ওয়ান শোল্ডার ভ্যালেন্টিনো লাল পোশাকটি সত্তর দশকের হলিউডের ‘দেবী’ ধারণা থেকে অনুপ্রাণিত।

৮ / ১০
২১ বছর বয়সী মার্কিন মডেল ও অভিনেত্রী জারা শহিদি পড়ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এমির রাতে ডিওরের সবুজ গাউনে তিনি যেন তারুণ্যের উচ্ছ্বাসকেই ঢেলে দিয়েছেন লালগালিচায়।

২১ বছর বয়সী মার্কিন মডেল ও অভিনেত্রী জারা শহিদি পড়ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এমির রাতে ডিওরের সবুজ গাউনে তিনি যেন তারুণ্যের উচ্ছ্বাসকেই ঢেলে দিয়েছেন লালগালিচায়।

৯ / ১০
ব্রিটিশ অভিনেত্রী ও লেখক মাইকেলা কোয়েল ইতিহাস সৃষ্টি করে সেরা চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ) বিভাগে পুরস্কার জিতেছেন। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তাঁর হাতে উঠেছে এই পুরস্কার। এদিকে ‘বেস্ট ড্রেসড স্টারস’-এর তালিকায়ও নাম উঠেছে তাঁর। নিয়ন মিডি স্কার্টে সবার নজর কেড়েছেন তিনি।

ব্রিটিশ অভিনেত্রী ও লেখক মাইকেলা কোয়েল ইতিহাস সৃষ্টি করে সেরা চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ) বিভাগে পুরস্কার জিতেছেন। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তাঁর হাতে উঠেছে এই পুরস্কার। এদিকে ‘বেস্ট ড্রেসড স্টারস’-এর তালিকায়ও নাম উঠেছে তাঁর। নিয়ন মিডি স্কার্টে সবার নজর কেড়েছেন তিনি।

১০ / ১০
কে বলেছে কৃষ্ণবর্ণে গাঢ় বেগুনি মানাবে না? নিকোল বায়ার এই সব ‘ফালতু কথা’কে ভুল প্রমাণিত করেছেন। ক্রিস্টিয়ান সিরিয়ানোর এই গাউন তকমা পেয়েছে নাটকীয় পোশাকের।

কে বলেছে কৃষ্ণবর্ণে গাঢ় বেগুনি মানাবে না? নিকোল বায়ার এই সব ‘ফালতু কথা’কে ভুল প্রমাণিত করেছেন। ক্রিস্টিয়ান সিরিয়ানোর এই গাউন তকমা পেয়েছে নাটকীয় পোশাকের।