সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত থাকার শিক্ষা দিয়ে গেছেন ইমাম হোসাইন

রাউজানে শাহাদায়ে কারবালা স্মরনে মাহফিলে বক্তারা
শফিউল আলম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ কারবালার ঘটনার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্টার সংগ্রামে ব্রত থাকার শিক্ষা দিয়ে গেছেন নবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন ও তার অনুসারীরা। সত্য ও ন্যায় প্রতিষ্টার জন্য হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তার ৭২ জন অনুসারী ২২ হাজার এজিদ বাহিনীর সাথে কারবালার মাঠে যুদ্ব করে শাহাদাৎ বরন করেছেন ।অন্যায় ইসলাম বিরোধী কাজের বিরোধীতা করে সত্য ও ন্যায় প্রতিষ্টার জন্য হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তার অনুসারীরা শাহাদাৎ বরন করার মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্টা করে গেছেন । মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যোগে আয়োজিত শোহাদায়ে কারবালা স্মরণে বিশ^ অলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে মাহফিলে বক্তারা একথা বলেন। গত ৪ সেপ্টেম্বর রবিবার বাদে এশা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার সভাপতি মেম্বার আবদুল নবীর সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলঅ কলমপতি শাখার উপদেষ্টা শফিউল আলম। সংগঠন কার্যলয়ে অনুষ্টিত মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন মাইজভান্ডারী একডেমি সদস্য মাওলানা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার সিনিয়র মুদারীস মাওলানা সিরাজুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী, ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সিনিয়র সহ- নূরুল আলম চৌধুরী, উপদেষ্টা আবদুল মন্নান, মোহাম্মদ ফোরকান চৌধুরী প্রমূখ।