বুধবার বাংলাদেশে আঘাত হানার আগেই দুর্বল হবে ‘ইয়াস’

যদিও সাইক্লোন থেকে সুপার সাইক্লোন এ পরিণত হচ্ছে ইয়াস, তাহলেও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পৌঁছানোর আগেই শক্তি হারাবে এই ঝড়। ভারতের মেট্রোলজিকাল ডিপার্টমেন্ট ইয়াস এর ল্যান্ডফল এর জায়গাটি চিহ্নিত করতে পারার সঙ্গে সঙ্গে এই সুপার সাইক্লোনের গতিবেগ নির্ধারণ করা সম্ভব হয়েছে। ইয়াস ল্যান্ডফল করবে ভারতের সাগর দ্বীপ ও পারাদ্বীপ এর মধ্যবর্তী কোনও জায়গায়। আছড়ে পড়ার সময় ইয়াসের গতি হবে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। এর আগে ঝড়ের গতিবেগ হবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। ওড়িশার চারটি জেলা ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর ও বালেশ্বরে ক্ষতির পরিমান হবে সব থেকে বেশি। বুধবার বিকেলে ল্যান্ডফলটি হওয়ার পর দুর্বল হয়ে ইয়াস চলে যাবে বাংলাদেশের দিকে। ততক্ষনে অনেক দুর্বল হয়ে যাবে এই ঝড়।
বাংলাদেশের উপকূলে আঘাত হানার ফলে উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। কলকাতায় ইয়াস সুপার সাইক্লোন হিসেবে দেখা দিতে পারে। দক্ষিণ বঙ্গতেও এর অভিঘাত থাকবে। কলকাতা আমফান থেকে শিক্ষা নিয়ে তৈরি হচ্ছে ইয়াসের জন্যে। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, রাজ্য পুলিশ একসঙ্গে কাজ করবে। খোলা হয়েছে অনেকগুলি কন্ট্রোল রুম। মমতা বন্দোপাধ্যায় নবান্নর পাশে উপন্নর কন্ট্রোল রুমে থাকবেন মঙ্গলবার সারারাত। বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস সোম ও মঙ্গলবার বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে থাকবেন। আজ দুপুর বারোটা থেকে ২০টি টিম রাস্তায় থাকছে বিপর্যয় মোকাবিলা করার জন্যে।