“পাহাড়ি এলাকায় কাজু বাদাম ও কফি চাষ পদ্ধতি ও পরিচর্যা শীর্ষক” প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা হর্টিকালচারের আয়োজনে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার (২০ জানুয়ারি) সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার হলরুমে “পাহাড়ি এলাকায় কাজু বাদাম ও কফি চাষ পদ্ধতি ও পরিচর্যা শীর্ষক” কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আয়োজিত প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোঃ আল-মামুন। দিনব্যাপী ২টি ব্যাচে ৬০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।

উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ আল-মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর নির্দেশ পাহাড়ে কাজু বাদাম ও কফি চাষ বাড়াতে হবে পাহাড়ের ভূমি কাজু বাদাম ও কফি চাষের জন্যে অন্যতম তাই কৃষক-কৃষাণীদের এ বিষয়ে অবগত ও উদ্বুদ্ধ করা।