ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক দেব দুলাল ও আলিউর

চট্টগ্রাম প্রেসক্লাবের এস আর হল রোটারিয়ান সাংবাদিকদের আনন্দোৎসবে মেতে ওঠেছিলো। সংগীতের সুরমুর্চ্ছনা, কবিতা আবৃতি, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন সাংবাদিক রোটারিয়ান দেবদুলাল ভৌমিক ও আলিউর রহমান রুশাই। এ দুই গুণী সাংবাদিকের গুণকীর্তনে সাংবাদিক সতীর্থরা উদারচিত্তে পঞ্চমুখ ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনে যে দুই রোটারিয়ান সাংবাদিক জয়ী হয়েছিলেন তাঁরা দুজনই রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সদস্য। তাই হিলটাউন বিজয়ী দুই রোটারিয়ান সাংবাদিকের সম্মানে আয়োজন করে এ সংবর্ধনা অনুষ্ঠানের।সংবর্ধনাকে ঘিরে সকলে মেতে ওঠেছিলেন আনন্দ উচ্ছ্বাসে; তৈরি হয়েছিলো ভিন্ন এক আবেষ্টনি। অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ,রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক সাংবাদিক আবু সুফিযান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। সাংবাদিকতার বাইরেও এ দুই সংবর্ধিত সাংবাদিক সামাজিক ও মানবিক কাজে যে অমূল্য অবদান রেখে আসছেন তাই বক্তাদের বক্তব্যে ওঠে এসেছে। বিশেষকরে সাংবাদিক আলিউরের হালদা-কর্ণফুলীর দখল-দুষণ রোধ, নাগরিক অধিকার আদায়,ইতিহাস-ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানের ভূষসী প্রশংসা করা হয়। সাংবাদিক দেবদুলাল পেশাগত সফলতার প্রশংসার পাশাপাশি চট্টগ্রাম রোটারি সেন্টার প্রতিষ্ঠায় প্রধান উদ্যোক্তা হিসেবে বিশাল অবদান রেখে রোটারি জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন- এমন কথাও বক্তাদের মুখে উচ্চারিত হয়। রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক দেবদুলাল ভৌমিকের জীবনী পাঠ করেন ক্লাবের বুলেটিন এডিটর সাংবাদিক রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরী। সাংবাদিক আলীউর রহমানের জীবনী পাঠ করেন হিলটাউনের সদস্য রোটারিয়ান অধ্যাপক মনোজ দেব। রোটারিয়ান আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, আলিয়ুর রহমান, রোটারি ওর্য়াল্ডস গ্রেটেস্ট মিল টু হেলপ্ এন্ড পলিও’র কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহীম, সাবেক ডেপুটি গভর্নর, সিপি. রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু পিএইচএফ, রেটারিয়ান পিপি খনরঞ্জন রায় পিএইচএফ, রোটারিয়ান প্রেসিডেন্ট ,ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রদীপ কুমার দাশ,কোষাধ্যক্ষ রোটারিয়ান সন্তোষ কুমার ভৌমিক,রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন বণিক । ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি প্রণব কুমার দেব পিএইচএফ, সহ=সভাপতি রোটারিয়ান গোলাম মওলা মামুন, বিআইডিসি’র উপপরিচালক রোটারিয়ান দীপক কুমার দাশ, রোটারিয়ান অরুণ মল্লিক, রোটারিয়ান শীলা চৌধুরী, রোটারিয়ান নুসরাত জাহান, রোটারিয়ান মৃণাল কান্তি বিশ্বাস। এছাড়াও রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান স্বপন কে গুহ,রোটারি ক্লাব চিটাগং রেইনবো’র প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান প্রবীর চন্দ্র সাহা,রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর প্রেসিডেন্ট ইলেক্ট জান্নাতুল ফেরদাউসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোটারিয়ান দেবদুলাল ভৌমিক দু’মেয়াদে চট্টগ্রাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এবারের নির্বাচনে নির্বাহী সদস্য এবং রোটারিয়ান আলীউর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হন।