বনজৌর রেস্টুরেন্টে ইংরেজী নববর্ষ উদযাপন

করোনা পরিস্থিতিতে থমকে যাওয়া বর্ষ ২০২০কে বিদায় জানিয়ে নতুন ইংরেজী নববর্ষ ২০২১ উদযাপন করেছে চট্টগ্রামের অভিজাত বনজৌর রেস্টুরেন্ট।

বৃহস্পতিবার থার্টি ফার্স্ট নাইটে নগরীর জিইসি মোড়স্থ বনজৌর এর লবিতে কেক কেটে নতুন ইংরেজী নববর্ষকে স্বাগত জানান অতিথিরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সিকিউরিটি সার্ভিসেস বিভাগের সচিব (সদ্য বিদায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক) জামাল উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন, পরিচালক দোলন মিত্র। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বনজৌর রেস্টুরেন্টের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে কেক কেটে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানান অতিথিবৃন্দ। এই সময় বিগত বছরের সকল অপ্রাপ্তি, ব্যর্থতা কাটিয়ে মহমারিমুক্ত নতুন বছর ২০২১ সবার জন্য সমৃদ্ধি সাফল্য বয়ে আনবে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বনজৌর রেস্টুরেন্টের সকল, অতিথি, গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সমগ্র চট্টগ্রাম নগরবাসীর প্রতি বনজৌর রেস্টুরেন্টের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বনজৌর কর্তৃপক্ষ।