‘ভারত-পাকিস্তানের বৈরিতার অবসান হবে’, ট্রাম্পের ইঙ্গিত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরিতা খুব দ্রুত শেষ হতে পারে। পারমানবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, চলমান বৈরিতা থেকে বিরত থাকতে আমরা তাদেরকে (ভারত ও পাকিস্তান) সহায়তা করার কাজে জড়িত রয়েছি। এ বিষয়ে আমাদের কাছে ইতিবাচক খবর রয়েছে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে নিবৃত্ত করার প্রচেষ্টায় আমরা যুক্ত ছিলাম। আমি আশা করছি, বিদ্যমান পরিস্থিতির অবসান ঘটবে অচিরেই। সূত্র : ইকোনমিক টাইমস