চট্টেশ্বরী রোড নাম নিয়ে গুজব রটানো হচ্ছে: ছালাম

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

কয়েকদিন ধরে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে জড়িয়ে নিন্দার ঝড় ওঠার পর মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্ট্যাটাস দেন তিনি।

এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তন করা হবে না জানিয়ে স্ট্যাটাস দেন।

সিডিএ চেয়ারম্যান স্ট্যাটাসে লিখেছেন, ‘‘চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তন নিয়ে আমার নামে একটা গুজব অনলাইনে সয়লাব হয়েছে দেখলাম। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি চট্টেশ্বরী রোড চট্টগ্রামের ঐতিহ্যবাহী রোড। এর নাম পরিবর্তনের কোন প্রশ্নেই আসে না এবং নাম পরিবর্তনের ব্যাপারে আমি কোথাও কোন মন্তব্য করিনি।

চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহাসিক রোডের নাম এবং স্থাপনাগুলো আমরা সবসময় সংরক্ষণ করে আসছি এবং সংরক্ষণ করতে বদ্ধপরিকর। প্রিয় চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ আপনারা গুজবে কান দিবেন না। এই ব্যাপারে সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।’’