বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম নিউক্যাসেলের আরভিআই হাসপাতালে

যে হাসপাতালগুলোতে বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে তারমধ্যে রয়েছে বৃটেনের নিউক্যাসেলে অবস্থিত রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারি বা আরভিআই হাসপাতাল। এ সপ্তাহেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেখানে। ভ্যাকসিন প্রদানের প্রথম ধাপেই এই হাসপাতাল রয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচএস। এ খবর দিয়েছে ক্রনিকল লাইভ।
এ নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে হাসপাতালটিতে। ভ্যাকসিন কার্যক্রম শুরু করাকে বলা হচ্ছে, এনএইচএসের ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। আরভিআই হাসপাতাল ছাড়াও নিউক্যাসেলের একাধিক হাসপাতালে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম দফায় যাদের বয়স ৮০ বছর তাদের মধ্যে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া, কেয়ার হোমগুলোও এই তালিকায় রয়েছে।।