‘রাসুলের অবমাননা মুসলমানরা বরদাশত্ করবে না

বোয়ালখালী প্রেস ক্লাবের মিলাদুন্নবী (স.)অনুষ্ঠানে বক্তারা

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদে মিলাদুন্নবী (স.)অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাসুলের প্রতি অবমাননাকর বক্তব্য পুরো মানবজাতির জন্য সহ্য সীমার বাইরে। কারণ রাসুল মানব জাতির জন্য রহমতস্বরূপ। তিনি সমাজ ধর্ম রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে ছিলেন সফল। রবিবার (২২ নভেম্বর) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনে উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, শ্রীপুর বুড়া মসজিদের ওয়ারিশান মো. নুরুন্নবী চৌধুরী, ব্যবসায়ী মো.ফরিদুল আলম, মোজাম্মেল হক বকুল, তসলিম উদ্দিন, কাজী খোরশেদ মিল্টন, শাহজাদা এস এম কাজেম, ক্লাবের নির্বাহী সদস্য অালমগীর চৌধুরী রানা, সদস্য হোসাইন মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ইলিয়াছ শিকদার ও হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈয়দ মো. ফখরুদ্দিন।