৭ জুলাই দেশে করোনা আপডেট: মৃত্যু ৫৫, শনাক্ত ৩০২৭

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৭ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৪৯১ টি। দেশের ৭৪ টি ল্যাবের ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৫১ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। নতুন করে ১ হাজার ৯৫৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭৮ হাজার ১০২ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ৪৬ জন এবং নারী ৯ জন। দেশে এখন মৃত্যুহার ১.২৮ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার২২.৩৪ শতাংশ এবং সুস্থতার হার ৪৬. ৩১শতাংশ। তাছাড়া দেশে প্রবেশের সময় ১ হাজার ১২৩ জনকে ক্রিনিং করা হয়েছে।

উল্লেখ্য, গতকালে মোট মৃত্যু হয়েছিল ৪৪ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ২০১ জন।