উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের কয়েকটি স্পটে মাদকের ভয়াল থাবায় সামাজিক পরিবেশ কে বিপন্ন করে মাদকের অঙ্গরাজ্য পরিনত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে মরিচ্যা বাজারের দক্ষিন ষ্টেশন এখন মাদকের জোয়ারে ভাসছে, সন্ধা নামার সাথে সাথে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের কোলাহলে জেগে উঠে অপরাধ জগতের কালনাগিনী, যার ছোবলে তিলে তিলে বিপদগামী হচ্ছে এলাকার উঠতি বয়সের কিশোর,যুবক সমাজ থেকে কলেজ, বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় স্থানীয় কিছু সেন্ডিকেট ভিত্তিক চিহৃিত মাদক ব্যবসায়ী রয়েছে, তারা পার্শবর্তি দেশ মিয়ানমার থেকে ইয়াবা, ১২% বিয়ার, হুইস্কি, গাজা,চোলায় মদ সহ বিভিন্ন মাদক দ্রব্য চোরাই পথে এনে মজুদ করে রাখে, এবং সন্ধা নামার সাথে সাথেই তা ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন মাদকের হাটে, সেখান থেকে মাদক সেবীদের হাতে,যার ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছেনা ছাত্র- যু্বক সমাজ, যার ফলে এলাকায় চুরি, ডাকাতি ছিনতাই,রাহাজানি সহ বিভিন্ন অসমাজিক কর্মকান্ড আশংকাজনক হারে বৃদ্বি পেয়েছে, প্রতিরাতে কোন না কোন বাড়িতে চুরি সংঘটিত হচ্ছে,গেরেস্তরা তাদের পুকুরের মাছ,গাছের নারকেল, সুপারী রক্ষা করতে রাতে পাহারা বসিয়ে নির্ঘুম রজনী পার করছে কিশোর সন্তানদের চিন্তায় অভিভাবক মহল রয়েছে চরম উদ্বিগ্ন। স্থানিয়া সচেতন মহলের অভিযোগ মরিচ্যা বাজারের দক্ষিন ষ্টেশন কবরস্থান আশেপাশে প্রতিদিন বিকিকিন হচ্ছে ভয়ংকর সব মাদক। ঐ এলাকার চিহ্নিত মাদক সম্রাট সাহাব উদ্দিন, মুসলিম উদ্দিন, লায়লা বেগম, জুইন্নাবী, নিলু,সোনা মিয়া, কামাল, সাহাব উদ্দিন প্রকাশ শাফুলু, ও গুন্ডাইয়ার নেতুত্বে একটি শক্তিশালী মাদক সেন্ডিকেট পুলিশের নাকের ডগার নির্ভিগ্নে মাদকের হাট বসিয়ে দেশ ও সমাজের অপুরনী ক্ষতি করে চললেও পুলিশ প্রশাসন রয়েছে নীরব।
সচেতন মহলের অভিমত মাদকের টার্নিং পয়েন্ট গুলো কে চিহৃিত করে ঐ সব এলাকাতে প্রশাসনে নজরদারী জোরদার করে লাগাম টেনে না ধরলে আগামীতে মাদকের ভয়াল থাবা তীব্র আকার ধারন করে দেশ ও জাতীর ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি আবুল খায়ের, মাদকের বিরুদ্ধে প্রশাসন সব সময় তৎপর রয়েছে, অভিযোগ পেলে মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হবে।