প্রধানমন্ত্রীর প্রতি চট্টগ্রামের করোনা চিকিৎসা ব্যবস্থার জরুরী ভিত্তিতে উন্নয়নের পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি আশা রাখি অবগত আছেন যে চট্টগ্রামে বর্তমান চিকিৎসার ব্যবস্থায় এক নাজুক অবস্থা চলছে । মানুষ চরম হতাশাগ্রস্থ । আজ তাদের মনের প্রশ্ন, চট্টগ্রামের এই করুণ দশা আর তার উপরে চরম অবহেলা কেন ? চট্টগ্রামবাসীর অপরাধটা কি ? করোনা চিকিৎসার জন্য ঢাকায় বসুন্ধরা গ্রুপকে দিয়ে সরকারি সহায়তায় ৫০০০ বেডের ফিল্ড হাসপাতাল, আজ জানলাম সেনাবাহিনীর সহায়তায় ১০০০ বেডের উন্নতমানের আইসোলেশন সেন্টার হচ্ছে, হাজি ক্যাম্পে সেনাবাহিনীর সহায়তায় আগেই হয়েছে আইসোলেশন সেন্টার, WHO এর অর্থ সাহায্যে হচ্ছে একটি ফিল্ড হাসপাতাল | এতো কোনো আপত্তি নেই, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে সরকারের কি অর্থ নেই ?
বিশ্ব ব্যাঙ্ক গত ৩ এপ্রিল অনুমোদন দিলো ১০০ মিলিয়ন ডলার ফার্স্ট ট্র্যাক সাহায্য তহবিল শুধুমাত্র এই করোনাকে উপলক্ষ করে মূলত স্বাস্থ সেবার জন্য |এর বাইরে অনেক প্রতিষ্ঠান ও অর্থবানরা দিয়েছেন কোটি কোটি টাকার তহবিল | এতে চট্টগ্রামের হিস্যা কই ?
অনেকে উপরের সুনজর থেকে বঞ্চিত হওয়ার ভয়ে মুখ খুলে এই প্রশ্নটা করেন না কেন ? ঘরে ঘরে আজ চট্টগ্রামবাসী আতঙ্ক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে, এসব ভাষায় বর্ণনা করতে পারছি না | অথচ আমরা চট্টগ্রামবাসী প্রথম থেকেই সেনাবাহিনীর সহায়তায় ফিল্ড হাসপাতাল করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, ঢাকায় কেও এটা নিয়ে প্রশ্ন করেনি | প্রতিদিন কোনো না কোনো পরিচিতজনের অকালে মৃত্যু সংবাদ আসছে | মৃত্যু একদিন হবেই কিন্তু দেশেরই অর্থনীতির প্রাণকেন্দ্রে ওঁরা চিকিৎসা না পেয়েই মারা যাচ্ছেন | চট্টগ্রামের কথা আসলেই উপরের অনেকেই নাকি বলেন, চট্টগ্রামতো অর্থের খনি, তোমাদের এখানকার কয়েকজন অর্থ দিলেইতো হাজার কোটি উঠে আসবে , এতেই সব হয়ে যাবে | সেরকম অর্থবানতো আরো বেশি ঢাকাতেই আছেন | কিন্তু ঢাকার ব্যাপারে বা দেশের অন্যান্য স্থানের ক্ষেত্রে এই কথাটি কেও বলেন না | অর্থবান -বিত্তবানরা তাদের মতো করে যা করার করবেন, কিন্তু সরকারিভাবে দেশের সবখানে তার গুরুত্ব ও জনসংখ্যা অনুযায়ী পরিকল্পিত সুনির্দিষ্ট ও অতি প্রয়োজনীয় বিশেষ করে স্বাস্থ ক্ষেত্রে যা করার তাতো করতে হবে |
মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেশকে ভলোবাসি, মানুষকে ভালোবাসি আর চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রামকে ভালোবাসি | চট্টগ্রামের মানুষের এতো দুঃখ-কষ্ট দেখে আমি বা কোনো মানুষ নিশ্চুপ থেকে কিভাবে দেশপ্রেমিক দাবি করি ?
 আপনি যদি জরুরিভাবে অনেক অর্থ দিতে না পারেন তাহলে আপনি চট্টগ্রাম থেকে মন্ত্রী. মেয়র ও এমপি হওয়ার সুযোগ দিয়েছেন তাঁদেরকে দয়া করে বলুন, তাঁরা অচিরেই একসাথে বসে এক সপ্তাহের মধ্যে ৫০০ কোটি টাকা চাঁদা সংগ্রহ করে দিক | আর এই টাকা দিয়ে প্লেন চার্টার করে চীন, কোরিয়া, জাপান ও ভারত থেকে দু চার দিনে প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি আমদানি করা ও চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার আপাতত কিছুটা উন্নতি করা যাবে এবং অন্তত মানুষ স্বস্তি পাবেন |
চট্টগ্রামের মানুষ আপনাকে ভালোবাসে | আপনার পিতাকেও ভালোবাসতো | চট্টগ্রামের মানুষ আশা করছে আপনি আর কাল বিলম্ব না করে চট্টগ্রামের মানুষের জন্য জরুরিভাবে যা করার করুন |
আপামর চট্টগ্রামবাসীর পক্ষে-
ব্যারিস্টার মনোয়ার হোসেন 
চট্টগ্রাম নাগরিক ফোরাম