কবিতা: গহীন মনের প্রাণ- আকলিমা আঁখি

গহীন মনের প্রাণ

কেউ কেন বসে থাকে না
শূণ্য পথের পানে চেয়ে!
কেউ কেন হাত রাখে না
অদৃশ্য এক হাতের ‘পরে!
কেউ কেন সুর তুলে না
গহীন মনের প্রাণ ছুঁয়ে!

অভিমানের রস না চেখেই
কে সে ভালবাসার পাট চুকায়!

রাধা কি ভালবাসার পথ ভুলে না
যখন বাঁশি রেখে কৃষ্ণ বিষ বীণ বাজায়!