‘চট্টগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন সায়ফুল আলমের মত সাংবাদিকরাই’

চট্টগ্রামের কৃতি পুরুষ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি এবং অধুনালুপ্ত দৈনিক বাংলা’র চট্টগ্রাম প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক সায়ফুল আলম এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর মঙ্গলবার অপরাহ্নে জামাল খান সড়কস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি ও সায়ফুল আলম স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আলহাজ্ব এম.এ.সাত্তার। সাংবাদিক সায়ফুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র সভাপতি লেখক সোহেল মো. ফখরুদ-দীন,প্রবীণ শ্রমিক নেতা এম.এ সাত্তার, সাংবাদিক আবদুর নুর চৌধুরী, সায়ফুল আলমের জামাতা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা: চন্দন দত্ত, সায়ফুল আলমের কন্যা পারভীন উল আলম, রাজনীতিক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, সাংবাদিক কামাল হোসেন, দানিয়াল আলম, ইফতেখারুল করিম, মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। সভায় বিভিন্ন বক্তাগণ বলেন, সাংবাদিক সায়ফুল আলম ছিলেন সত্যের পূজারী, নির্লোভ ও নীতিবান সাংবাদিক। বক্তারা বলেন, সে এক কাল ছিল, সাংবাদিক মানে নেশা ও পেশার প্রতি একাগ্র মানুষ। সায়ফুল আলম সেই আমলের সাংবাদিক। ইংরেজী জ্ঞান নিয়ে একটু অহংকার, সাহিত্য পাঠের জন্য বাড়তি আত্মবিশ্বাস, ইতিহাস ও সাধারণ জ্ঞানের জোড়ে সহজ স-প্রতিভ আর সেই সঙ্গে আদর্শ এবং মূল্যবোধের তেজ, এসব মিলেই সাংবাদিক সায়ফুল আলম। তাঁর প্রজন্মের, তাঁর ধারার সাংবাদিক এখন পেশায় প্রায় নেই বললেই চলে। তিনি ছিলেন এককথায় স্বর্ণযুগের সাংবাদিক। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, মরহুম সায়ফুল আলম ছিলেন ইতিহাস ঐতিহ্য সচেতন সাংবাদিক। সম্পাদক ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সায়ফুল আলম চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর মত নীতিবান সাংবাদিক বর্তমান সমাজে বিরল। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস এম জামাল উদ্দিন বলেন, “ মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, সাহিত্যিক মাহবুবুল আলম, মনিরুজ্জামান ইসলামাবাদী, কবি ওহিদুল আলম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাংবাদিক সায়ফুল আলম, অধ্যাপক মোহাম্মদ খালেদ, আবদুল্লাহ আল ছগীর, স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী সাহেবের মত সম্পাদক ও সাংবাদিকরাই চট্টগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তাই তাঁদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”