স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৯ হাজার ২৪৬ কোটি টাকা

করোনা পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে কত বরাদ্দ হয় সেদিকে সবার আগ্রহ রয়েছে। এই খাতে এবার বরাদ্দ ২৯ হাজার ২৪৬ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এরপর ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট।

এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।