রাউজানে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মানোনয়ন পত্র ফরম গ্রহন করা শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নির্বাচন কমিশন ৩ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা করার পর রাউজানের ১৪টি ইউনিয়নে তৃণমুলের নেতাদের সিদ্বান্ত মোতাবেক দলীয় চেয়ারম্যান পদে র্প্র্থাীরা ঢাকার দলীয় কার্যলয় থেকে মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করে । আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ফরম পুরন করে জমা দেওয়ার জন্য রাউজান উপজেলঅ আওয়ামী লীগের কার্যলয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র ফরম গ্রহন করেছেন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা । গতকাল ১৭ অক্টোবর রবিবার সকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে এসে দলীয় মনোনয়ন পত্র ফরম উপজেল আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের হাতে থেকে গ্রহন করেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম । গতকাল রবিবার রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যান র্প্র্থাী সরোয়ার্দি সিকদার মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেন। এ ্সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, রুনু ভট্টচার্য্য, সমীর ভট্টচার্য্য, হাসান মোহাম্মদ রাসেল। আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তৃণমুলের নেতাদের সম্মতিক্রমে প্রার্থীরা হলেন, রাউজানের হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আভচার বাশি, নোয়াজিশপুর ইউনিয়নে সরোয়ার্দি সিকদ্রা. বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নে বিএরম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে তসলিম উদ্দিন চৌধুরী, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন. পুর্ব গুজরা ইউনিয়নে আব্বাস উদ্দিন আহম্মদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুউদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভুপেশ বড়ুয়া, নোয়াজিশপুর ইউনিয়নে সরোয়ার্দি সিকদার । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম মারা যাওয়ায় ঐ ইউনিয়নে চেয়ারম্যোন পদে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, ৬ নং বিনাজুরী ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নতুন চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন রাউজান উপজেলঅ আওয়ামী লীগের সহ সভাপতি রবিন্দ্র লাল চৌধুরী । নোয়াপাড়া ইউনিয়ন ও বিনাজুরী ইউনিয়ন ব্যতিত অপর ১২ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে প্রার্থীরা বর্তমানে চেয়ারম্যান পদে বহাল রয়েছে । রাউজান উপজেলঅ নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা জানান, রাউজানের ১৪টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে । আগামী ২ নভেম্বর মঙ্গলবার চেয়ারম্যান ও মেম্বার পও্রদ প্রার্থীরা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেবেন। আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার ।