সপ্তাহের ব্যবধানে আরো একটি হাতির বাচ্চার মৃত্যু

টেকনাফে সপ্তাহের ব্যবধানে আরো একটি বাচ্চা হাতি মারা গেছে।
নয়াপাড়াস্থ শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ঝিরি খালের রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য স্থাপিত পানি রিজার্ভারে হাতির মরদেহটি মেলে। শনিবার সকালে রোহিঙ্গারা হাতির মৃতদেহটি দেখতে পায়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এটি ২য় হাতির মৃত্যু।
হাতির এ মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরের জন্য পাহাড়ের নিচে স্থাপিত পানি রিজার্ভারে হাতিটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে অনেকে ধারণা করছেন, সুউচ্চ পাহাড় থেকে পড়ে হাতির বাচ্চাটির মৃত্যু হতে পারে।
হাতিটি উপুড় হয়ে পড়ে আছে। তাই অনেকে ধারণা করছেন গুলি করে হাতিটি হত্যা করা হয়েছে। মৃত হাতি দেখতে যাওয়া এক যুবক জানান, সম্ভবত গুলি করে হাতিটি মারা হয়েছে।