পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ আলোচনায় থেকে পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্নহুতি দিবস স্মরণে ‘শতকোটি চেতনার গর্বিত শিহরণ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর রাতে এ আয়োজনে এতে আলোচনা ও আবৃত্তি অংশগ্রহণ করেন আগরতলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন, শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহি সম্ওপাদক ও উদ্যেক্তা মির্জা ইমতিয়াজ শাওন, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন বীরকন্যা প্রীতিলতা শুধু চট্টলার নয় সমগ্র বাঙালীর অহংকার।।দেশমাতৃকা ও দেশের স্বাধীনতার জন্য সেদিন তিনি জীবন উৎসর্গ অনন্য নজির স্হাপন করেছেন।বাঙালীর নারী সমাজে নারী শহীদ হিসেবে যুগ যুগ প্রজন্মের কাছে আদর্শিক এক স্বমহিমান্বিত নাম হয়ে চির অমর হয়ে থাকবে।বক্তারা বলেন এই মহিয়সী, দেশপ্রেমিক নারী বীরকন্যা প্রীতিলতার মুল্যায়ন স্বরুপ তাঁরই জন্মস্হান বিপ্লবতীর্থ পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান।।সাথে সাথে বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবনী পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্তির দাবী জানান।