পরিচর্যা নেই, মরে গেছে রাউজানে সড়কের পাশে রোপন করা গাছের চারা

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় বন বিভাগ, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কের পাশে গত তিন মাস পুর্বে সড়কের পাশে ফলদ গাছের চারা রোপন করা হয় । স্থানীয় চেয়ারম্যান ও ইউপি মেম্বারের তত্ববধানে সড়কের পাশে রোপন করা হয় ফলদ গাছের চারা । সড়কের পাশে ফলদ গাছের রোপন করার পর কয়েকটি অনলাইন পোষ্টালে গাছের চারা রোপন করার সংবাদ ও প্রচার করে স্থানীয় চেয়ারম্যানেরা । ফলদাি গাছের চারা রোপন করার পর সড়কের পাশে রোপন করা গাছের চারা রক্ষানাবেক্ষনে কোনর ঘেরা ও দেওয়া হয়নি । করেনি কোন পরিচর্যা । পরিচর্যা না করার কারনে সড়কের পাশে রোপন করা গাছের চারা মারা গেছে অধিকাংশ এলাকায় । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারের পাশে নবীন মাহাজন সড়ক ও বিবি সড়কের পাশে রোপন করা ফলদ গাছের চারা গুলো নেই। সড়কের পাশে রোপন করা গাছের চারার কোন অস্তিত নেই । সড়কের পাশে ঝোপ ঝাড়ে ভরে গেছে । এলাকার লোকজন জানান, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া সড়কের পাশে গাছের চারা রোপন করার পর পরিচর্যা না করায় গাছের চারা গুলো মারা গেছে । বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বলেন, বিনাজুরীতে সড়কের পাশে ৫ হাজার ফলদ গাছের চারা রোপন করেছি । রোপন করা গাছের চারার মধ্যে ৮০ ভাগ জীবিত রয়েছে । ২০ ভাগ গাছের চারা মারো গেছে । রাউজানের গহিরায় ইছাপুর সড়ক পরান কৃষ্ণ মহাজন সড়কে ও রোপন করা গাছের চারা নেই । সড়কের পাশে ফরধ গাছের চারা রোপন করার পর গুটি কয়েক অনলাইন পোষ্টালে সংবাদ প্রচার করে বৃক্ষরোপন অভিযান করেছে বলে প্রচারনা চালালে ও রোপন করা গাছের চারা পরিচর্যা করেনি কেউ ।