দরিদ্র ভ্যান চালকের পৈতৃক ভিটা দখল করে পাকা ভবন নির্মান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে দরিদ্র ভ্যান চালক মাহমদুল হকের পৈতৃক বসত ভিটা জবর দখল করে প্রতিবেশী নির্মান করছে পাকা ভবন । রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া আবদুল মাবুদ ফোরম্যানের বাড়ীর আবদুল করিমের পুত্র মাহমদুল হক ভ্যান রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার বসতঘরের সামনে তার পৈতৃক বসত ভিটা প্রতিবেশী লোকমান, এমরান, ফোরকান তিন সহোদর মিলে জোর পুর্বক দখল করে পাকা ঘর নির্মান করছেন । ভ্যান রিক্সা চালক দরিদ্র মাহমদুল হকের ঘরের সামনে ভিটা জোর পুর্বক দখল করে পাকাঘর নির্মান কাজ করায় দরিদ্র ভ্যান রিক্সা চালক ও তার পরিবারের সদস্যদের ঘর থেকে বের হয়ে যাতায়াত করার পথ ও বন্দ্ব করে দিয়েছে । দরিদ্র ভ্যান চালক মাহমদুল হক তার পৈতৃক বসতভিটা জবর দখল করে প্রতিবেশী লোকমান, লোকমান, এমরান পাকা ঘর নির্মান কাজ শুরু করলে ভ্যান চালক মাহমদুল হক রাউজান থানা ও রাউজান পৌরসভায় অভিযোগ করলে ও জবরদখল কারী লোকমান, ফোরকান, এমরান রাউজান থানা ও পৌরসভায় উপস্থিত হয়নি । স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বসে একাধিকবার সালিস বৈঠক করলে লোকমান, এমরান, ফোরকান সালিসি বৈঠকের সিদ্বান্ত অমান্য করে দরিদ্র ভ্যান চালক মাহমদুল হকের পৈতৃক বসতভিটা জবর দখল করে জোরপুর্বক পাকা ঘর নির্মান করছে বলে ভ্যান চালক মাহমদুল হক অভিযোগ করে বলেন। এলাকার বাসিন্দ্বা মাওলানা এনামুল হক বলেন, ভ্যান চালক মাহমদুল হকের পৈতৃক বসতভিটা জবর দখল করে প্রতিবেশীরা পাকা ঘর নির্মান করার বিষয়ে একাধিকবার সালিসি বৈঠক করা হলে ও প্রতিবেশীরা সালিসি বৈঠকের সিদ্বান্ত অমান্য করায় তা নিরসন হয়নি ।রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন বলেন, ভ্যান চালক মাহমদুল হক তার পৈতৃক বসত ভিটা জবর দখল করে পাকা ঘর নির্মান করার বিষয়ে রাউজান পৌরসভায় অভিযোগ করা হলে জবরদখল কারী লোকমান, এমরান, ফোরকান তিন সহোদরকে নোটিশ দিয়ে পৌরসভায় আসার জন্য বলা হলে ও তিন সহোদর পৌরসভায় আসেনি ।দরিদ্র ভ্যান চালক মাহমদুল হক দরিদ্র হওয়ায় অর্থের অভাবে জবর দখল কারীর হাত থেকে তার পৈতৃক বসতভিটা উদ্বার করতে আদালতে মামলা করতে সম্ভব হচ্ছেনা বলে জানান দরিদ্র ভ্যান চালক মাহমদুল হক। দরিদ্র ভ্যান চালক মাহমদুল হক তার পৈতৃক বসত ভিটা জবর দখল থেকে ফিরে পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।