কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে মামলা

লিটন কুতুবী:
কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাক্তার সাহাব উদ্দিন। গত ২১ সেপ্টেম্বর রাতে প্রিজাইডিং অফিসার ডাঃ সাহাব উদ্দিনের স্বাক্ষরিত এজাহার দিলে কুতুবদিয়া থানায় ০৫ নং মামলা (২১/০৯/২০২১) রুজু করে বলে ওসি মোঃ ওমর হায়দার নিশ্চিত করেন। মামলার তদন্ত র্কমকর্তা উপ-পরিদর্শক রায়হান উদ্দিন জানান, গত ২০ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ইউপির নির্বাচন অনুষ্টিত হয়েছে। উক্ত নির্বাচনে বড়ঘোপ ইউনিয়নের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ ও নির্বাচনী ব্যালট পেপার রক্ষার্থে পুলিশ প্রায় ১৫ রাউন্ড ফাঁকা গুলির্বষণ করে। এ সময় আবদুল হালিম নামের এক যুবক নিহত হয়। নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনা ও আইনশৃংখলা অবনতি ঘটায় দুপুর সাড়ে ২টায় উক্তত নির্বাচনী কেন্দ্রটি স্থগিত করে দেন প্রিজাইডিং অফিসার। নির্বাচনে র্কমরত সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিং, পুলিশ, আনসারসহ সরকারি কাজে নিযোজিত প্রত্যেককে সাক্ষী করে থানায় এজাহার দেন। সূত্রে জানা গেছে, কেন্দ্রে হামলার সময় ঘটনার জড়িতদের ভিডিও রেকর্ডে আসামী সনাক্ত করে নাম ঠিকানা অন্তভূক্ত করা হবে বলে তদন্ত র্কমর্কতা এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।