উখিয়ায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক -১

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা পুর্ব দরগাবিল হতে ৪ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে রেজু আমতলী বিওপির সদস্যরা। এসময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক কারবারী।
রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ দিকে রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগাবিল এলাকার ঠান্ডা মিয়ার বাগানে ৩৪-বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আটককৃত সাদ্দাম হোসেন (১৯) আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে। এসময় কৌশলে পালিয়ে যায় একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) ও বদিউল আলমের ছেলে মোঃ রফিক মিয়া (২৯),।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার ৩৪- বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র ঠান্ডার মিয়ার বাগান পূর্ব দরগার বিল নামক স্থানে গমন করে। পরবর্তীতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কতিপয় ইয়াবা চোরাকারবারীদের ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা বস্তা তল্লাশী করে চার কোটি আশি লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।