ব্যতিক্রম ছাড়া কাবুল মিউনিসিপ্যালিটির নারী কর্মীদের ঘরে থাকার নির্দেশ

ব্যতিক্রম বাদে কাবুল মিউনিসিপ্যালিটির নারী কর্মীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শুধু যেসব নারীর পদে বিকল্প হিসেবে পুরুষ কর্মী পাওয়া যাচ্ছে না, তারাই অফিস করতে পারবেন। রোববার রাজধানী কাবুলের অন্তর্বর্তী সরকারের মেয়র এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছেন। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। এর ফলে বেশির ভাগ নারীকর্মী কাজে ফিরতে পারবেন না। ক্ষমতায় আসার আগে তালেবানরা নারীদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এর মধ্য দিয়ে তারা আরো এক দফা দূরে সরে গেল। সম্প্রতি নতুন তালেবান সরকার বেশ কিছু ডিক্রি জারি করেছে। এতে নারী ও বালিকাদের অধিকারে বিধিনিষেধ রয়েছে।

মাধ্যমিক ও হাই স্কুলের বালকদের স্কুলে যেতে অনুমতি দিয়েছে তালেবানরা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখনও এ অনুমোদন মেলেনি। বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রীদেরকে আলাদা ক্লাসে অথবা পর্দা দিয়ে আলাদা করা ক্লাসে যোগ দেয়ার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার তারা নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। ফলে মন্ত্রণালয়ের বাইরে রোববার কয়েক ডজন নারী বিক্ষোভ করেছেন। জনজীবনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান সম্বলিত প্লাকার্ড ছিল এ সময় তাদের কাছে। এর একটিতে লেখা ছিল, যে সমাজে নারীরা সক্রিয়া থাকতে পারেন না, সেই সমাজ মৃত। ১০ মিনিটের জন্য স্থায়ী হয় ওই বিক্ষোভ। অল্পক্ষণের মধ্যেই একজন পুরুষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপরই নারীরা গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।