পাহাড় চূড়ায় সত্যপীর শাহার মাজার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম পোমরা এলাকায় চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে পাহাড়ের চুড়ায় হজরত সৈময়দ হাবিবুল্ল্যাহ বাহার বোগদাদী প্রকাশ সত্য পীর শাহার মাজার । এই মাজারে প্রতিদিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত সকল সম্প্রদায়ের নারী পুরুষ প্রতিদিন আসেন । মাজারে আসা লোকজন পাহাড়ের সু উচ্চ চুড়ায় ১শত ৮৮ টি ধাপের নির্মিত পাকা সিড়ি দিয়ে পাহাড়ের সুউচ্চ চুড়ায় উঠে মাহজার জেয়ারত করে তাদের মনোবাসনা পুর্ণ করেন । মাজারের খাদেম সিরাজ জানান দেড়শত বৎসর পুর্বে ইরাকের বাগদাদ থেকে হজরত সৈয়দ হাবিবৃল্লাহ বাহার বোগদাদী প্রকাশ সত্য পীর শাহা পাহাড়ের চুড়ায় বসে রেয়াজত করতো । পাহাড়ের চুড়ায় রেয়াজত করাবস্থায় এলাকার মানুষের কাছে সত্যপীর নামে পরিচিত লাভ করে। হজরত সৈয়দ হাবিবৃল্লাহ বাহার বোগদাদী প্রকাশ সত্য পীর শাহার ইন্তেকালের পর পাহাড়ের সুচ্চ চুড়ায় তাকে দাফন করা হয় । পাহাড়ের সু উচ্চ চুড়ায় হজরত সৈয়দ হাবিবৃল্লাহ বাহার বোগদাদী প্রকাশ সত্য পীর শাহার মাজার গড়ে উঠে । পাহাড়ের সু উচ্চ চুড়ায় মাজারে প্রতিদিন শত শত মানুষ এসে তাদের মনোবাসনা পুর্ণ করেন ।