চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে পণ্যবাহী ট্রাকে পাচার হচ্ছে মাদক

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে চলাচলকারী পন্যবাহী ট্রাকে করে পাচার হচ্ছে মাদক । সড়কে চলাচলকারী পন্য বাহি ট্রাকে করে পাহাড়ী চোলাই মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাজা । পন্যবাহী ট্রাকে করে মাদক রাঙ্গামাটি জেলার বিভ্ন্নি এলাকা থেকে রাউজান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন পাচার করছে মাদক পাচারকারী সিন্ডিকেটের সদস্যা। অপরর দিকে কক্সবাজার ও টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকা ও রাউজানের বিভিন্ন এলাকায় মালামাল ভর্তি ট্রাকে করে মাদক ব্যবসায়ীদের কাছে পৈৗছে দেওয়া হয় । মাদক ব্যবসায়ীরা মাদক পাচারকারী সিন্ডিকেটের সদস্যদেও কাছ থেকে পাহাড়ী চোলাই মদ,গাজাঁ, ইয়াবা. ফেন্সিডিল নিয়ে রাউজান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা পাহাড়ী এলাকায় মাদক বিক্রয় করে আসছে । গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটার সময়ে চট্ট মেট্রো ট- ১১-৫৬৫৬ নম্বরের একটি ট্রাক চট্টগ্রাম থেকে রাক্সমাটি অভিমুখে যাওয়ার পথে রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ আটক করে। ঐ সময়ে ট্রাক থেকে ট্রাক চালক ও মাদক পাচারকারীরা ট্রাক থেকে নেমে দৌড়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে গুিহরা শান্তির দ্বীপ এলাকায় একটি ডোবায় কচুরী পেনার নিচে পালিয়ে যায় । রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের নেতৃত্বে অভিযানকারী পুলিশের দলটি ডোবায় কচুরী ফেনার নিচ থেকে তিন মাদক পাচারকারীকে আটক করে। তিন মাদক পাচারকারীর দেওয়া তথ্যমতে ট্রাক থেকে প্যাকেট মোড়ানো ২শত ২০ পিস ফেন্সিঢিলের বোতল, ৩ কেজি ৬শত গ্রাম গাজাঁ উদ্বার করে । ফেন্সিডিল ও গাজার ট্রাকে করে রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছিন বলে মাদক পাচারকারী জয়লাল জানান । মাদক পাচারকারী জয়নাল অভিযোগ করে বলেন, ভাটিয়ারীর কালু শাহ মাজার এলাকা থেকে ট্রাকের মালিক রাঙ্গামাটির বাসিন্দ্বা শফি প্যকেট মোড়ানো অবস্থায় ট্রাকে তুলে দেয় । প্যকেটের মধ্যে কি আছে তা আমরা জানিনা । পুলিশ ট্রাক আটক করার পর ট্রাক থেকে প্যকেটটি খুলে দেখা যায় প্যকেটের মধ্যে ফেন্সিডিল ও গাজা দেখতে পায় । ট্রাকের মালিক শফি তার ট্রাকে করে মাদক পরিবহন করার সংবাদ পুলিশকে দেয় বলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে পুলিশের চেক পোষ্ট বন্দ্ব হয়ে যাওয়ার পর থেকে সড়ক দিয়ে মালামাল বোঝাইু ট্রাক ও সিএনজি অটোরিক্সা, কারে করে মাদক পচার করছে মাদক পাচারকারী সিন্ডিকেটের সদস্যারা । রাউজান ট্রাক মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, পুলিশের হাতে মাদক সহ আটক ট্রাকটি রাউজানের নয়। ট্রাকটি রাউজান ট্রাক মালিক সমিতির আওতাভুক্ত নয় বলে দাবী করে ট্রাক মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী আরো বলেন, রাউজান ট্রাক মালিক সমিতির অধিনে মালামাল বহনকারী ট্রাক কোন মাদক পরিবহনের সাথে জড়িত নয় ।