আলী আরশাদ চৌধুরীর পিএইচডি ডিগ্রী লাভ

পিএইচডি ডিগ্রী লাভ করলেন চট্টগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী (বাদশা )। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ” Determinants of Corporate Environmental Performance in Bangladesh” বিষয়ের উপর গবেষণা করে ডক্টর অফ ফিলোসফি (Doctor of Philosophy, Ph.D) ডিগ্রী লাভ করেছেন।গবেষণার থিসিসে এমন একটি বিষয়কে চমকপ্রদভাবে উপস্থাপন করেন হাটহাজারীর গর্বিত এ বরপুত্র। সমৃদ্ধ ও শিক্ষাবিস্তারে অনন্য জনপদ ফতেয়াবাদ গ্রামে জন্ম নেন মোহাম্মদ আলী আরশাদ চৌধূরী (বাদশা )। তাঁর পিতা সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও মা আয়েশা খাতুন। শিক্ষাজীবনে ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সাফল্যের সাথে এসএসসি, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়া শুরু করে আবারো মা ও চট্টগ্রামের প্রতি প্রগাঢ় ভালোবাসার কারনে চট্টগ্রাম ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। এর পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা করার সুযোগ লাভ করেন। এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতার মাধ্যমে আলো ছড়াচ্ছেন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের তত্বাবধানে” Determinants of Corporate Environmental Performance in Bangladesh” পিএইচডি সম্পন্ন  করেন। ২০২১ সনের ১৬ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রী প্রদান করা হয়। ড. আলী আরশাদ চৌধুরী (বাদশা) ডক্টর অফ ফিলোসফি (Doctor of Philosophy, Ph.D) পিএইচডি লাভ করায় দৈনিক প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রাম পরিবারের পক্ষে তাতে অভিনন্দন জানিয়েছেন প্রিয় চট্টগ্রাম এর নির্বাহি সম্পাদক ও নিউজ চট্টগ্রাম এর সম্পাদক মির্জা ইততিয়াজ শাওন।