৭০ ভাগ আমেরিকান আফগানিস্তান ত্যাগের পক্ষে

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আত্মপক্ষ সমর্থন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯/১১ এর ভিক্টিমদের শ্রদ্ধা জানাতে এসে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন তিনি। তাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, সেনা প্রত্যাহার করলে আল-কায়দা ফিরে আসবে? অবশ্যই আসবে। কিন্তু তারা এমনিতেই বিভিন্ন দেশে ফিরে এসেছে। এখন আমরা কী করবো? যেখানে যেখানে আল-কায়দা আছে সব জায়গায় গিয়ে হামলা চালাব এবং সেনা মোতায়েন করে রাখবো? এরপরই বাইডেন বলেন, আমাকে বলা হয়েছে যে ৭০ ভাগ মার্কিনি মনে করেন যে, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার এটাই সেরা সময়। তবে অনেকেই আমরা যেভাবে বেরিয়ে এসেছি তা পছন্দ করেনি। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা অন্য আর কোন উপায়ে বের হয়ে আসতে পারতাম?

এর আগেই সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প শনিবার বাইডেনের তীব্র সমালোচনা করেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তা নিয়ে বাইডেনকে আক্রমণ করেন ট্রা¤প। বলেন, এটি ছিল একেবারেই অযোগ্যতা এবং আমি এ নিয়ে কথা বলতেও পছন্দ করছিনা। বাইডেনের সরকার তালেবানকে ৮৫ বিলিয়ন ডলারের অস্ত্র এবং ব্রান্ড নিউ এপাচি হেলিকপ্টার দিয়ে এসেছে। কেনো এই অস্ত্র তালেবানকে দেয়া হলো? এগুলো উড়িয়ে নিয়ে আসার প্রয়োজন ছিল, যেভাবেই হোক আফগানিস্তানের বাইরে আনা দরকার ছিল। ট্রা¤প আরো বলেন, আমাদের এখানে একটি ভুয়া নির্বাচন হলো আর আমরা তখনই আফগানিস্তান থেকে পালিয়ে এলাম। এরমধ্য দিয়ে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আবারও উত্থাপন করলেন।