রাউজানের দিঘিগুলোতে ১ হাজার টনের বেশি মাছ উৎপাদন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর এলাকায় রয়েছে বৃকবানপুর দিঘি, রাউজানের ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া ধর বাড়ী দিঘি, কলমপতি দাশ বাড়ী দিঘি, ভৈরব সওদাগর দিঘি, রাউজান নোয়ািিজশপুর ইউনিয়নের ঈশা খা, দিঘি, নদীম পুর দিঘিী, রাউজানের গহিরা ইউনিয়নের কোতয়ালী ঘোনা এলাকায় সুলতান নশরত বাদশা দিঘি, দলই নগর দিঘি, দৌলত দিঘি, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় রায়মুকুট নন্দী দিঘি, রাউজানের চিকদাইর ইউনিয়নে মহইত্যার বাপের দিঘি, দক্ষিন সর্তা গোলাম মহাজনের দিঘি, হেদু মিয়া চৌধুরী দিঘি, সাহেব বিবি দিঘি, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে ফতেহ আলী চৌধুরী দিঘি, লস্কর উজির দিঘি, পাহাড়তলী ইউনিয়নের মহামুনি দিঘি, পুর্ব গুজরা ইউনিয়নের মহাজন দিঘি, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই জলপাইন্যা দিঘি, নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া কর্তার দিঘি, রাজার দিঘি। বড় বড় দিঘিগুলোতে করা হচ্ছে মাছ চাষ । প্রতি বৎসর রাউজানের এসব দিঘি থেকে ১ হাজার মেট্রিক টনের বেশী বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয় । দিঘিতে মাছ চাষ করে অনেক ব্যক্তি ফিরে পেয়েছে সম্বৃদ্বশালী জীবন । দিঘিতে মাছ চাষে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে । দিঘি থেকে উৎপাদিত মাছ নিয়ে বাজারে বিক্রয় করে অনেক মাছ ব্যবসায়ী স্বাছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন । কয়েকজন মাছ চাষী বলেন, একসময়ে মাছ চাষে লাভবান হলে ও বর্তমানে মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মাছ চাষে লাভ হচ্ছে কম । দিঘির মাছ চাষ থেকে উৎপাদিত মাছ রাউজানের মাছের চাহিদা পুরন করার পাশাপাশি চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাছের আড়তে নিয়ে যাওয়া হয় মাছের আড়তদারীরা । রাউজানের নেয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার বলেন, নোয়াজিশপুর ঈশা খা, নদীম পুর দিঘি থেকে প্রতি বৎসর ১শত ৫০ মেট্রিক টন মাছ উৎপাদন হয় । মাছ চাষী নোয়াজিশপুরের নদীম পুর এলাক্রা বাসিন্দ্বা বখতেয়ার বলেন, নোয়াজিশপুর ঈশা খাঁ, নদীম পুর দিঘি, গহিরা কোতয়ালী ঘোনা নশরত বাদশা দিঘি থেকে প্রতি বৎসর ২শত ৫০ মেটিক টন মাছ উৎপাদিত হয় । রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর বলেন, রাউজানে দিঘি সহ ছোট বড় ৫ হাজার ১শত ৩টি পুকুর জলাশয় রয়েছে । রাউজানে দিঘি সহ ছোট বড় ৫ হাজার ১শত ৩টি পুকুর জলাশয় থেকে প্রতি বৎসর ৫ হাজার ৭শত মেট্রিক টন মাছ উৎপাদন হয় । রাউজানে দিঘি ও পুকুরে মাছ চাষীদেরকে উপজেলা মৎস বিভাগ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হয় ।