নগর বাড়ি জলের মেলা

এস এম দিদার

অঝোর ধারায় বৃষ্টি এলো
নদীনালা ভরিয়ে দিল।
খলখলিয়ে ঢল ছুটিল
সাগর পানে পাড়ি দিল।।
বর্ষা ছিল পূর্বে এরুপ
এখন বর্ষা দারুন বিরুপ।
মুশুলধারে বৃষ্টি এলে
জলের গতি হারিয়ে ফেলে।
নদী নালা ভরাট হলে
উপড়ে ফেলে ক্ষ্যাপা ঢলে।।
ক্ষ্যাপা ঢলের মাতাল জলে
ডাঙ্গার বাড়ি ভাসিয়ে চলে।
হাজার বসতঃ ছিন্ন হয়ে
নদীর গর্ভে যায় হারিয়ে।
সিকস্তি হয়ে সর্বহারা
জীবন তাঁদের দুঃখে ভরা।
সাগর ফোঁসে জোয়ার আসে
নগর শহর জলে ভাসে।
একটুখানি বৃষ্টি হলে
নগর ডুবে হাঁটু জলে।
বাড়ির উঠান ইটের খাঁচা
জলজটে জলে ঠাসা।
জলতরঙ্গে জলের খেলা
নগর বাড়ি জলের মেলা।।