পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। বিশ্বব্যাপী করোনার তৃতীয় ঢেউ চলছে। কোথাও কোথাও আবার বাজে অবস্থা। আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা আরো খারাপ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার আবারো শতকরা ১৫ ভাগের কাছাকাছি চলে গেছে। অনেক জেলা এখন করোনার ঝুঁকিতে। কোনো কোনো জেলা গত এক বছরের মধ্যে সংক্রমণের দিক থেকে সর্বোচ্চ রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি এই মুহূর্তে খোলা সম্ভব? আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে।

শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের অভিভাবকদেরও কষ্ট হচ্ছে। শিক্ষা জীবনের অনেক ব্যপ্তয় ঘটছে। অনেকে অনেক সমস্যায় পড়ছেন। প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সন্তানের মতো। তাদের জন্য সর্বাধিক যেটা ভালো তাই করার আমরা চেষ্টা করছি। তিনি গতকাল কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা মোহাম্মদীয়া ইসলামী মাদ্রাসায় শিক্ষা অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদ্রা পরিদর্শনকালে একথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাদ্রা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ প্রমুখ।